হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বিভিন্ন প্রকার আতশবাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র সদস্যরা।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী নিজনগর গ্রামের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এই আতশবাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা বলে জানিয়েছেন, বিজিবি'র হরষপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার আইয়ুব আলী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর উপজেলার এ অভিযান চালানো হয়। এ সময় সেখানে পরিত্যাক্ত অবস্থায় বিভিন্ন প্রকার ২,১৭৭ প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সামীউন্নবী চৌধুরী,এ আতশবাজি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.