হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের কাটিয়ারা এলাকায় নিউ স্টার ক্লাবের সরস্বতী পূজামণ্ডপে লাল বাহাদুর সংঘের সদস্যরা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গুরুতর আহত অবস্থায় সোহেল রায় (৩০), জুয়েল রায় (৩৩),পংকজ পাল (৩২), আকাশ পাল (২৫), প্রিতম দাস (২৫) ,বাপ্পি পালকে (২৬) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সোহেল রায় জানান, বুধবার রাত ১টার দিকে লাল বাহাদুর সংঘের সদস্য মিথুন দাস, ঝন্টু দাস ও রনি দাসের নেতৃত্বে একদল যুবক তাদের ক্লাবে এসে উল্টাপাল্টা নাচানাচি শুরু করে। এ সময় নিউ স্টার ক্লাবের সদস্যরা বাধা দিলে রাত ৩টার
সময় লাল বাহাদুর সংঘের ৪০-৫০ জন যুবক একসঙ্গে এসে তাদের ক্লাবে হামলা করে। এতে আমাদের ক্লাবের ২০ সদস্য আহত হয়েছে।
স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ পাল জানান, ঘটনাটি শুনেছি। এ রকম ঘটনা মাধবপুরের সরস্বতী পূজার ভাবমূর্তি নষ্ট করেছে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে কেউ এখনো কোনো অভিযোগ করেনি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.