প্রতিনিধি ২১ এপ্রিল ২০২১ , ১:৪৭:২২ প্রিন্ট সংস্করণ
আনিসুর রহমান-স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জ মাধবপুরে বুধবার দুপুরে মাধবপুর বাজার দারুল কোরআন মাদ্রাসা হল রুমে ৪টি ও বিকাল ৩টায় মৌজপুর দারুল উলুম মাদ্রাসায় ৫টি সহ মোট ৯টি মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।মাধবপুর বাজার মাদ্রাসা শিক্ষক মাওলানা ওসমান রেজা ও এস,আই সামসুল আরেফীন এর যৌথ পরিচালনায় ইফতার বিতরন পুর্বক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অথিতি হিসেবে আলেম উলামা ও ছাত্রদের উদ্দেশ্য ইসলামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ(বিপিএম,পিপিএম) অন্যান্যদের মাঝে মাধবপুর সার্কেল সিনিয়র এসপি মহসিন আল মুরাদ,এসএসপি(শিক্ষানবীস) মনিরুল ইসলাম,অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,পৌর জামে মসজিদের ইমাম ও মাদ্রার মুহতামিম মাওলানা কেফায়েত উল্লাহ নোমানী,কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, আওয়ামী লীগের নেতা মোঃমিজানুর রহমান,সাংবাদিক রুকন উদ্দিন লস্কর,রাজীব দেব রায় রাজু,যুবলীগ নেতা একরামুল আলম লেবু,মাসুক মিয়া,হাফেজ মোবারক মোল্লাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।