প্রতিনিধি ২৪ মে ২০২১ , ৩:০৮:১৭ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা – সিলেট পুরাতন মহাসড়কে দুর্ঘটনা দুই ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। সোমবার (২৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে চুনারুঘাট থেকে ব্রাহ্মণবাড়িয় গামী বালু বুঝাই একটি ট্রাক ( হবিগঞ্জ ট ১১-০০১৫) ঢাকা – সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া সেলামি শাহ’র মাজারের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দুটি গাছকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে একটি গাছে আটকে যায় এবং অপর গাছটি ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালক মুক্তার মিয়া(৩২) কে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে প্রেরন করলেও চালকের সহকারী বাবু মিয়া (২০) আহত অবস্থায় ভেতরে আটকে থাকায় উদ্ধার করতে পারেনি।
ঘটনার সাথে সাথেই তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। পরে মাধবপুর ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। উদ্ধার কাজ পরিচালনা করার সময় প্রচন্ড গরমে ফায়ারসার্ভিস কর্মী সহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। চালক মুক্তার মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার সুরুজ মিয়ার পুত্র ও বাবু মিয়া একই এলাকার কুতুব মিয়ার পুত্র। তারা সম্পর্কে চাচা ভাতিজা হয়।