প্রতিনিধি ৩ মে ২০২১ , ২:১৩:৪১ প্রিন্ট সংস্করণ
আনিসুর রহমান-স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ মাধবপুর উপজেলা প্রানিসম্পদ বিভাগের উদ্যোগে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরোরোগ নিয়ন্ত্রণ প্রকল্পের মাধবপুর উপজেলা ১১টি ইউনিয়নের সেচ্ছাসেবীদের মাঝে ৩ মে সোমবার সকালে আইসপ্যাক কুলবক্স করা হয়
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রানিসম্পদ কর্মকতা( ভারপ্রাপ্ত) ডাঃ মিলন মিয়া, উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকতা ডাঃ মাজহারুল ইসলাম, উপ সহকারী সম্প্রসারণ কর্মকতা মোঃ ফরিদ মিয়া, যিশু সাহা প্রমুখ প্রানিসম্পদ কর্মকতা( ভারপ্রাপ্ত) ডাঃ মিলন মিয়া জানায় ১১টি ইউনিয়নে সেচ্ছাসেবী মাধ্যমে উপজেলা পিপিআর ও ক্ষুরোরোগ ভাকসিন দেওয়া হবে।