• Uncategorized

    মাধবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য বিতরণ

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২১ , ২:০৫:৪৭ প্রিন্ট সংস্করণ

    আনিসুর রহমান-স্টাফ রিপোর্টার:

    ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ মাধবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ যথাযথভাবে পালিত হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২০০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।এ উপলক্ষে ২৪ এপ্রিল শনিবার সকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সুকোমল রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা নাদিরুজ্জামান, মেডিকেল অফিসার ডা রুকন উদ্দিন উজ্জ্বল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ও কর্মচারী সহ প্রমূখ ‌।আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ অপুষ্টির শিকার ২০০ মানুষের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করেন। পুষ্টি খাদ্য তালিকায় ছিল আঙ্গুর, আপেল, মাল্টা, কলা ইত্যাদি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ