• আইন ও আদালত

    মাধবপুরে একই রাতে ২ টি মন্দির একটি শশ্মনে চুরি

      প্রতিনিধি ২০ মার্চ ২০২১ , ১২:৩৮:০৮ প্রিন্ট সংস্করণ

    আনিসুর রহমান স্টাফ রিপোর্টার :

    হবিগঞ্জের মাধবপুরে একই রাতে ২ মন্দির ও একটি শশ্মানে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আদাঐর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    আদাঐর রাজ রাজ্যেশর মন্দিরের সভাপতি গৌতম রায় চৌধুরী জানান, দূর্বত্তরা শুক্রবার গভীর রাতে ২ টি মন্দিরের তালা ভেঙ্গে ২ টি কষ্টি পাথরের মূর্তি সহ ৫ টি মূর্তি ও দান বাক্স ভেঙ্গে টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। একই রাতে শম্মান থেকে মূল্যবান জিনিস পত্র নিয়ে গেছে দূর্বত্তরা।
    মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা –তুজ জোহরা জানান,তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিষয় টি নিয়ে উপরে মহলে কথা বলা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ