মাধবপুরে দীর্ঘ দুই যুগ পর হরষপুর পুলিশ ফাঁড়ী নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করেছে। এর আগে তেলিয়াপাড়ায় আধা পাকা দুতলা ভবনে ভাড়া নিয়ে কার্যক্রম ছিল। সরকারী অনুদানে এবং এলাকাবাসীর সহযোগীতায় বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা নবনির্মিত পুলিশ ফাঁড়ীতে দোয়া মাহফিল করে দাফতরিক কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, ওসি আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, তেলিয়াপাড়া ফাঁড়ীর পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা, সমাজ সেবক দেওয়ান আব্দুল মোতালেব মতিন, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাধবপুর পূর্ব অঞ্চল ও উত্তর অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য হরষপুর ফাঁড়ীর পুলিশ সদস্যরা তেলিয়াপাড়ায় প্রায় দুই যুগ ধরে একটি বাসা ভাড়া নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে আসে। কিন্তু ভবনটি ছিল ঝুকিপূর্ন ও অস্বাস্থ্যকর। পরে তেলিয়াপাড়ায় পুলিশের একটি ভবন করার জন্য তখনকার হবিগঞ্জের পুলিশ সুপার বর্তমানে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র প্রস্তাবে শাহজাহানপুর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী পুলিশের ভবনের জন্য জমি দান করেন। পরে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ ভবনের নির্মান কাজের উদ্ভোধন করেন। বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার তত্বাবধানে মাধবপুর থানার সাবেক ওসি ইকবাল হোসেন ভবনটি নির্মান কাজ শেষ করেন। এতে প্রায় ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। যা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ব্যাক্তি ভবনের জন্য নগদ টাকা ও অন্যান্য উপকরন প্রদান করেন। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, নতুন ভবন নির্মিত হওয়ায় পুলিশ আরো বেশি করে সেবা দেওয়ার পরিবেশ পেয়েছে। এলাকাবাসী মাদক নিমূলে পুলিশকে সহযোগীতা করলে সহজে মাদক নিমূল করা যাবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.