• বরিশাল বিভাগ

    মাদারবুনিয়া ইউপির ৫নং ওয়ার্ডের ভোট পুনরায় গননার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।

      প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২১ , ৬:০৬:৪৯ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ 

    ১১ই নভেম্বর ২০২১ ইং তারিখ দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালী সদর উপজেলার ৮ নং মাদারবুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের ভোট পুনরায় গননার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে  এলাকাবাসী।গত ১৬ ই নভেম্বর মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় মাদারবুনিয়া ইউনিয়নের মোহাম্মদপুর বাজার স্ট্যান্ডের রাস্তার পাশে ৫শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। 

    ঘন্টাব্যাপী এ মানববন্ধন  কর্মসূচীতে পুনরায় ভোট গননার দাবী জানিয়ে এসময় বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে আপেল মার্কায় নির্বাচনকারী প্রার্থী মোঃ ইউসুফ আলী খান, আপলে মার্কার এজেন্ট মোঃ ফোরকান খান, ইউপি সদস্য প্রার্থী সাহেব আলী, মহিলা মেম্বার মিনারা সহ এলাকার ইয়াকুব আলী মাস্টার, জাহানারা বেগম, লাইলী, বিউটি ও সুমাইয়া জানান,তাদের প্রার্থীকে ভোট গননায় কাটসাজি করে ঠকিয়েছে তারই প্রতিবাদ জানান তারা।

    এসময় বক্তরা আরো বলেন, ভোট গননায় কারচুপি হয়েছে এবং ভোট গননার পূর্বে আপেল মার্কার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর রাখেন। তারা জানান পুনরায় ভোট গননা করা হলে আপেল মার্কার প্রার্থী ইউসুফ আলী খান তালা মার্কায় বিজয়ী সেজবাহ উদ্দিন লিটন এর চেয়ে কমপক্ষে ২’শ ভোট বেশি পাবে। তাই তারা নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকের কাছে দরখাস্তের মাধ্যমে পুনরায় ভোট গননার দাবী জানান তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ