প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ১:০৭:২১ প্রিন্ট সংস্করণ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের স্বীকৃত অপরাধীদের দৌড়াত্ব দেখা যাচ্ছে। হাজার হাজার লোক নিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ক্যাসিনো অপরাধীদের মহড়া জনমনে আতঙ্ক ও সংশয়ের সৃষ্টি করেছে। দেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যা শুভকর বিষয় নয়। অপরাধীর কোনও দলীয় পরিচয় থাকতে পারে না। অপরাধীরা যখন দলের আশ্রয় নিয়ে বক্তব্য দেয়ার সুযোগ পেয়ে থাকেন তখন দেশের জনগণ লজ্জায় ডুবে মরে। জনবিচ্ছিন্ন দল জোর পূর্বক ক্ষমতা নিয়ন্ত্রণ করতেই ভালমন্দ বিচার করার বোধ শক্তি হারিয়ে এদেরকে দিয়ে মহড়া দিচ্ছেন কি না তা আজ জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন। তিনি আরও বলেন, চিহ্নিত জুয়াখোর ও ক্যাসিনোর কারিগররা জামিনে মুক্ত হয়ে রাজনৈতিক পরিচয়ে গণমাধ্যমের সামনে বুক ফুলিয়ে বক্তব্য দেয়ায় স্পষ্ট হয়ে গেছে তারা নির্বাচনের সামনে জনগণকে কি ম্যাসেজ দিতে চাচ্ছেন। দেশের সচেতন মহলকে অবশ্যই এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সামাজিকভাবে তাদেরকে বয়কট না করলে দেশ মাদক ও জুয়াতে নিমজ্জিত হয়ে যাবে।