মোঃ দিদারুল আলম-খাগড়াছড়ির প্রতিনিধিঃ
চলমান কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে মাটিরাঙ্গা টু তাইন্দং এর একমাত্র প্রধান সড়ককের একপাশে অর্ধেকের বেশি রাস্তা ভেঙ্গে নদীর গর্ভে চলে যায় । যাতায়াতে চরম সমস্যাই ভুগছেন স্থানীয় বাসিন্দারা। যে কোন মুহূর্তে দুই পাশের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেছে স্থানীয় লোকজন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলের ফলে রাস্তাটি অর্ধেকের বেশি ভেঙ্গে নদীরতে গর্ভে চলে যায়। এ সড়ক দিয়ে প্রতিদিন ভারী যানবাহন চলাচল করে । সড়কের একপাশ ভাঙ্গনের ফলে ভারী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে দুর্ঘটনা সম্ভাবনা রয়েছে।
স্হানীয় এলাকাবাসী জানান, চলমান কয়েকদিনের বৃষ্টির কারণে প্রধান সড়কের একপাশে ভাঙ্গন দেখা দেয়। পাহাড়ি ঢলের ফলে সড়কের একপাশের ভাঙ্গনটি বড় আকার ধারন করে। এই ভাঙ্গন প্রতি বছর হয়, জোড়ালো পদক্ষেপ না নেওয়াতে এবার রাস্তাটি হুমকির মুখে পড়ে। এর ফলে সকল ধরনের কার্যক্রম হুমকির মুখে স্তব্ধ হয়ে পড়বে বলে এলাকার সচেতনমহল আশঙ্কা করছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.