মাঈন উদ্দিন, পিতা- মৃত সেকান্তর মোল্লা, গ্রাম - দক্ষিণ পূর্ব চরদরবেশ, ৯নং ওয়ার্ড, বাড়ী- সেকান্তর মোল্লা বাড়ী, ৫নং চরদরবেশ ইউনিয়ন, সোনাগাজী, ফেনী সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, মাইন উদ্দিনের বসতবাড়ীতে ৯ শতক জায়গা ছাড়া আর কোন জায়গা নাই। বর্গা চাষী কৃষক ও অন্যের জমিতে দিন মজুরি করে, একজনের উপার্জনে ৪ সন্তান ও স্ত্রী নিয়ে মোট ৬ জনের সংসারের বাচ্চাদের লেখাপড়া ও ভরনপোষণ সহ ব্যায় নির্বাহ করতে হিমশিম খেতে হয়। এই সামান্য দিনমজুরির অর্থে বাচ্চাদের ভরনপোষণ করার পর একটা বশতঘর তৈরি করার জন্য অর্থ সঞ্চয় করা সম্ভব হচ্ছেনা।
মাইন উদ্দিন জানান, ১৬ বছর আগে পিতার মৃত্যুর পর থেকে ৫ ভাই ও এক বোন নিয়ে অন্যের জমিতে দিনমজুরি করে দিনাতিপাত করেছেন। ভাঙ্গা ঘরে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সামান্য বৃষ্টি হলে ঘরে পানি পড়ে, ঝড় বৃষ্টির দিনে অনেক কষ্টে ও আতঙ্কে দিন কাটে।মাইন উদ্দিনের স্ত্রী হোস্নেয়ারা সরকারি বরাদ্দকৃত একটি ঘর পেতে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব এর সহায়তা কামনা করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.