প্রতিনিধি ৭ আগস্ট ২০২০ , ৩:০১:০২ প্রিন্ট সংস্করণ
মোঃ আনোয়ার হোসেন-ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশকে অভিযানে পাঠান । পুলিশ অভিযান চালিয়ে মহেশপুরউপজেলার দত্তনগর এস.এ ফার্মাস্থ চার রাস্তার মোড় পাকা রাস্তার উপর হতে একটি চটের বস্তার মধ্যে রক্ষিত ১৯৮ (একশত আটানব্বই) বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কার সহ আসামী মোঃ আশরাফুল ইসলাম (৩১), পিতা- আঃ হামিদ, সাং- শ্যামকুড় (কাঠাল বাগানপাড়া), ২। মোঃ নাজমুল হোসেন (২৫), পিতা- তৈয়ব আলী, সাং- ভাবদিয়া খেজুর বাগানপাড়া, উভয় থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ দ্বয়কে গ্রেফতার করে।