• দুর্ঘটনা

    মহিপুরে বজ্রাঘাতে প্রাণ গেলো এক যুবকের

      প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ৯:৩৪:৪৩ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী:

    বুধবার ২৪মে দুপুর ১২ টার দিকে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত হাসান ওই গ্রামের শাহজাহান মোড়লের ছেলে। সে দুই সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশেই কৃষি কাজ করছিলো হাসান। দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে কাজ বন্ধ করে গরু বাঁধতে বিলে যান তিনি। এসময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ