প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৪ , ৯:২২:৪০ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
মহানবী হযরত মুহাম্মদকে (সা.) ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে রাজশাহী কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী। মঙ্গলবার ০৮ অক্টোবর সকাল সাড়ে দশটায় রাজশাহী কলেজ ইসলামিক কালচারাল ফোরামের আয়োজনে কলেজের রবীন্দ্র নজরুল চত্বর থেকে একটি মিছিল বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন সেখান থেকে কলেজগেটের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সমাবেশে ইসলামিক কালচারাল ফোরামের প্রধান সমন্বয়ক হাফেজ আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- একাদশ শ্রেণির আশফিকুর রহমান, আরবি বিভাগের অনার্স প্রথম বর্ষের মাসুদ রানা, বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের সামিউল ইসলাম, অর্থনীতি বিভাগের মাস্টার্সের হাফেজ মো: শাহিনুল ইসলাম, ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের মোশারফ হোসেন ফিরোজ, ইতিহাস বিভাগের অনার্স চতুর্থ বর্ষের মাহমুদুল হাসান মাসুম, ভূগোল বিভাগের অনার্স তৃতীয় বর্ষের মোশারফ হোসেন, আরবি অনার্স তৃতীয় বর্ষের , নাজমুল হাসান, শাহাদত হোসেন তানভির, মো: শাহিন আলী ও রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী গভঃ কলেজের প্রেসিডেন্ট মেহেদী হাসান সহ অনেকে।
এ সময় প্রতিবাদ সমাবেশে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ আব্দুর রকিব এবং মোহাম্মদ আবদুল মজিদ। সকলকে শৃংখলা মেনে অন্য ধর্মের প্রতি যথাযথ সম্মান রেখে বক্তব্য দেয়া ও আচরণ করার আহবান জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা জোবায়ের আল মাহমুদ, মাওলানা শফিকুল ইসলাম, ক্বারী আল আমিন আল ক্বাদেরী, ফখরুল ইসলাম নিহামী, খন্দকার আনিসুর রহমান আল ক্বাদেরী, খন্দকার বাবুল শাহ, মিজানুল রহমান, সোহাগ মিয়া, জোবায়েদ মোল্লা, নুর মোহাম্মদ জামান, আলাউদ্দিন আহম্মেদ, ফয়সাল আহমেদ, মোহাম্মদ মারুফ, আদিব, শ্রাবণ, রাসেল ইসলাম, মারুফ খান, রাহাদ, আমানত উল্লাহ, মোহাম্মদ মোহন, ফাহিমসহ বিশেষ ব্যাক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, ‘গত আগস্ট মাসে রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানাই।’
সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ জানান। পাশাপাশি ভারতীয় সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান। এ সময় ভারত সরকারের উদ্দেশে হুঁশিয়ার উচ্চারণ করেন বক্তারা। প্রিয় নবীকে (সা.) কটূক্তিকারীদের ফাঁসির দাবিও জানান তারা।#