প্রতিনিধি ৩০ জুলাই ২০২২ , ৩:০০:৪২ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসানপুর পূর্বপাড়ার ১৪শ মিটার হেরিং রাস্তার শুভ উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম। শনিবার (৩০ জুলাই) দুপুরে হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তার উদ্বোধন শেষে বক্তব্য রাখেন এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম জাহাঙ্গীর আলম তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তারফদার শাকিল, থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ,
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি গোলাম নূরাণী আলাল, সহ সভাপতি বদিউজ্জামান বদি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল ঘোষ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, এমদাদুল হক, অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন। কুদরত ই খুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুল হান্নান প্রমূখ। উল্লেখ্য যে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে ১৪শ মিটার এ রাস্তা তৈরিতে ব্যয় হয়েছে ৯০ লক্ষ টাকা৷