প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২ , ৪:৪৩:২৮ প্রিন্ট সংস্করণ
এস এম শামীম হাসান-মহাদেবপুর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।২৫এপ্রিল সোমবার সকাল দশটায় মহাদেবপুর নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উত্তরগ্রাম ইউনিয়নের মোল্লা কুড়ি আরিফ মেমোরিয়াল কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে জাহাঙ্গীর আলম 33 এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সেই উপজেলার ভীমপুর ইউনিয়নের দাসরা গ্রামের আনসার আলীর পুত্র । বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ ।প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর মোটরসাইকেল যোগে বাড়ি থেকে মহাদেবপুর যাচ্ছিলেন ।পথেমধ্যে ওই কলেজের সামনে হাইড্রোলিক ব্রেক করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।