• Uncategorized

    মহাদেবপুরে বিরোধীয় জমি থেকে বাঁশ কাটার অভিযোগ

      প্রতিনিধি ৭ নভেম্বর ২০২২ , ৩:১৫:০৪ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান-মহাদেবপুর প্রতিনিধিঃ

    নওগাঁর মহাদেবপুরে বিরোধীয় জমি থেকে বাঁশ কাটার অভিযোগ করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বিকেলে এব্যাপারে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার হাতুড় ইউনিয়নের সাবইল গ্রামের মৃত দুবল চন্দ্র বর্ম্মণের ছেলে শ্রী অমূল্য চন্দ্র বর্ম্মণ অভিযোগ করেন যে, তার প্রতিবেসী মৃত কার্তিক চন্দ্র বর্ম্মণের দুই ছেলে শ্রী শ্যামল চন্দ্র বর্ম্মণ (৬৫) ও শ্রী এন্দ্রো চন্দ্র বর্ম্মণ (৪৮), তার ছেলে শ্রীমন্ত চন্দ্র বর্ম্মণ (৩০), শ্যামল চন্দ্র বর্ম্মণের ছেলে শ্রী অচিন্ত চন্দ্র বর্ম্মণ (৩৪) ও চকচকি দূর্গাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে হবিবর রহমান (৪৯) সোমবার সকালে তার বাঁশঝাড়ে ঢুকে একের পর এক বাঁশ কাটতে থাকেন।

    বাধা দিলে তারা অমূল্য চন্দ্রের বিরুদ্ধে নারী নির্যাতনসহ নানান মিথ্যা মামলা দায়েরের ও প্রাণনাশের হুমকি দেয়। তার প্রতিবেসীদের সাথে ওই বাঁশঝাড়সহ অন্যান্য জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে। মামলা চলাকালিন বিরোধীয় জমির বাঁশ কাটা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। জানতে চাইলে প্রতিপক্ষ এন্দ্রো চন্দ্র বর্ম্মণ জানান, দীর্ঘ ১৮ বছর ধরে ওই জমি নিয়ে বাটোয়ারা মামলা চলছে। তিনি এখানে জমি না পেলে অন্য জায়গায় পাবেন। তবে বাদি অমূল্য জমি কেনার ১০ বছর পর তিনি সে জমি একই জনের কাছ থেকে কিনেছেন বলেও জানান। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন অভিযোগ পাবার কথা স্বীকার করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানার এসআই শাহজাহান আলী জানান, বিকেলে ঘটনাস্থলে গিয়ে বাঁশ কাটা বন্ধ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ