প্রতিনিধি ১০ জুন ২০২২ , ১:২২:৫৭ প্রিন্ট সংস্করণ
এস এম শামীম হাসান মহাদেবপুর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক প্রভাবশালী বিরোধপূর্ন জমির উপর জোড় পূর্বক স্থাপনা নির্মান করতে লাগলে আবারো আদালতের আদেশে বন্ধ করে দিলেন থানা পুলিশ। জানা যায় মহাদেবপুর সদরের মৃত রাম
সিংহের পুত্র বুলবুল ও কমল সিংহের কোটি টাকা মুল্যের পৈত্রিক ৫শতক জমি জবর দখল করে স্থাপনা নির্মান করার অভিযোগ আনা হয়েছে স্থানীয় এক প্রভাবশালী আব্দুর রজ্জাকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। আগামী ১২ জুন উভয়পক্ষের উপস্থিতিতে বিজ্ঞ আদালতে শুনানীর দিন ধার্য থাকলেও প্রভাবশালী আব্দুর রাজ্জাক তার আগেই জোরপূর্বক স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ করেন জমির মালিকেরা। বুলবুল সিংহ ও শ্রী কমল সিংহ জানায় পৈত্রিকসূত্রে প্রাপ্ত হয়ে মহাদেবপুর মৌজার বাজারে অবস্থিত সাবেক দাগ ২৮১, হাল দাগ ৫৮৩ এর ৫শতক জমি দীর্ঘ ৮৫ বছর ধরে ভোগদখল করে আসছে তারা। হঠাৎ গত ৫ মে সকালে মহাদেবপুরের আখেড়া গ্রামের মৃত কফিল উদ্দীন মন্ডলের পুত্র বিশিষ্ট্য ব্যবসায়ী
মোঃ আব্দুর রাজ্জাক অজ্ঞাতনামা কয়েকজন লোক নিয়ে এসে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী দিয়ে জমি দখলের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন উপস্থিত হলে তারা চলে যায়। এ ঘটনার পর শ্রী বুলবুল সিংহ বাদী হয়ে আব্দুর রাজ্জাককে বিবাদী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৮১/২০২২ চিঃ নিঃ। মামলা চলাকালীন উক্ত নালিশী সম্পত্তিতে গত ২৭ মে আবারও জোরপূর্বক আব্দুর রাজ্জাকসহ তার লোকজন প্রবেশ করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে। এ ঘটনায় বুলবুল সিংহ বাদী হয়ে মহাদেবপুর থানায় অভিযোগ দিতে গেলে অজ্ঞাত কারণে পুলিশ তা গ্রহণ করেনি। বুলবুল সিংহ অভিযোগ করেন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ওই প্রভাবশালী জোরপূর্বক তাদের জমি দখল করে স্থাপনা নির্মাণ কাজ করছেন। অভিযোগ পেয়ে স্থানীয় সাংবাদিকরা গত বুধবার বিকেলে ঘটনাস্থলে গেলে এর সত্যতা পান। সেখানে দেখা যায় আব্দুর রাজ্জাক প্রায় ৫০ থেকে ৬০ জন নির্মাণ শ্রমিক নিয়ে তড়িঘড়ি নির্মাণ কাজ করছেন। এ সময় দেখা যায় আদালতের নির্দেশে কমিশন এসে উভয়পক্ষের কাগজপত্র বিশ্লেষণ করে জমি মাপজোক করছেন। মাপজোক শেষে সংখ্যালঘু ওই পরিবারটির ৫শতক জমির সীমানা নির্ধারণ করে দেন কমিশন। কমিশনের সিদ্ধান্ত উপেক্ষা করে সেখানে নির্মাণ কাজ চলমান রেয়েছে আব্দুর রাজ্জাক। বুলবুল সিংহ গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা চেয়ে আবারো আদালতে আবেদন জানালে বিজ্ঞ আদালত আগামী ১২ জুন শুনানীর আগ পর্যন্ত নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। আদালতের আদেশ পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে কাজ বন্ধ করে দেয়। কেন জোড় পূর্বক নির্মান কাজ করা হচ্ছে মোবাইল ফোনে জানতে চাইলে আব্দুর রাজ্জাক জানায় তার কবলার সম্পত্তি। আমার খাজনা খারিজ সব রয়েছে। আমি অবৈধভাবে কারো জমি দখল করিনি। বুলবুল সিংহ জানায় আমার কাগজে কোন ভুল নেই প্রমান হবে ১২ জুন আদালতে শুনানীতে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আদালতের আদেশ পেয়ে নির্মান কাজ স্থগিত করে দিয়েছি। আগামী ১২জুন বিষয়টি আদালতে শুনানী
হবে।