প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২ , ৪:১৭:০২ প্রিন্ট সংস্করণ
এস এম শামীম হাসান-মহাদেবপুর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেলেন ৫২পরিবার। ২৬ এপ্রিল রোজ মঙ্গলবার ঈদ উপহারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৯০৪ টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে এসব পাকা ও রঙ্গিন টিনের ছাউনি ঘর হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর ঈদ উপহার এর ওইসব বসতবাড়ি হস্তান্তরের অংশ হিসেবে নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর, রাইগা ও হাতুর ইউনিয়নের ৫২ টি ভৃমি ও গৃহহিন পরিবারের মধ্যে জমি এবং বাড়ির দলিল হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে ভূমিহীনদের মধ্যে বসতবাড়ি হস্তান্তর উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় হলরুমে বেলা ১২ টায় ইউএনও মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্হানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক উত্তম কুমার রায়, উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন,উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়, এলজিইডি প্রকৌশলী সুমন মাহমুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম নূরানী আলাল,সাংবাদিকগণ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানগন, এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।