• দুর্ঘটনা

    মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্টহয়ে সাইকেল চালক নিহত

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২২ , ৪:২৩:২২ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান-মহাদেবপুর প্রতিনিধি:

    নওগাঁর মহাদেবপুরে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই একজন সাইকেল চালক নিহত হয়েছেন। দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধা সারে ৬ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলাধীন হাট-চকগৌরী নামক স্থানে। সড়ক দূর্ঘটনার খবর পেয়ে নওহাটামোড় ফাঁড়ি পুলিশ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছান। সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে স্থানিয় নওহাটামোড় পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান জানান, নওগাঁ জেলা সদর উপজেলার বলিহার ইউপির পয়না গ্রামের মৃত তছির শাহ’র ছেলে আজির শাহ (৫৫) একজন পেয়ারা ব্যবসায়ী। তিনি গ্রাম থেকে পেয়ারা কিনে শহরে বিক্রি করতেন। ঘটনার দিনও তিনি নওগাঁ শহরে পেয়ারা বিক্রি করে বাই-সাইকেল যোগে বাসায় ফেরার পথে হাট-চকগৌরী নামক স্থানে পৌছালে এসময় নওগাঁ থেকে নওহাটামোড় অভিমুখি দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপাদিয়ে পালিয়ে যান। দূর্ঘটনা স্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পেয়ারা ব্যবসায়ী আজির শাহ’র মৃত্যু হয়। মহাদেবপুর থানার ওসি মুজাফফর হোসেন বলেন, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না হওয়ায় পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হয়েছে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ