• রাজশাহী বিভাগ

    মহাদেবপুরে চা ব্যাবসায়ীর মৃতদেহ উদ্ধার।

      প্রতিনিধি ২২ মার্চ ২০২২ , ৪:৫৫:৫৪ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান-মহাদেবপুর প্রতিনিধি:

    নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশ বিদ্যুৎ আলী (৪৫)নামে এক চা ব্যাবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে।মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের সানাপাড়া গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে।সকালে তার নিজ বাড়ির শোবার ঘর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।নিহতের ভাই রমজান আলী বলেন,বিদ্যুৎ উপজেলা সদরের মেইন রোডের ধারে চা ব্যাবসা করিতেন।চা ব্যাবসা ছিলো তার পরিবার পরিচালনা করা আয়ের প্রধান উৎস।গ্রামবাসির ধারনা পারিবারিক কলহের জের ধরে তিনি আত্নহত্যা করেন।নিহতের স্ত্রী আনোয়ারা জানান,রাতে তারা একই বিছানায় শুয়ে ছিলেন।ভোরে ওড়না দিয়ে ঘোড়ের ছাউনির বাশের সাথে গলাই ফাঁস লাগানো অবস্হায় দেখে মৃতদেহ নিচে নামান।গ্রামবাসিরা অভিযোগ করেন যে,এত নিচু ও দুর্বল বাশের সাথে গলায় ফাঁস দেয়া যায় কিনা এই ব্যাপারে সন্দেহ দেখা দিয়েছে।তাছাড়া একই বিছানায় থাকলেও স্ত্রী জানতে না পারায় বিষয়টি রহস্যজনক বলে গ্রামবাসি মনে করেন।নিহতের ভাই এ ব্যাপারে বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা করেছেন।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দীন জানান,তিনি ঘটনাস্হল পরিদর্শন করেছেন।
    এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বেলাল হোসেন বলেন,মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট পেলে জানা যাবে এটি আত্নহত্যা না হত্যা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ