নওগাঁর মহাদেবপুরে ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রেখে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এবং স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্থানীয় ক্রীড়া সংগঠন রেভুলেশন স্পোর্টস ক্লাব উপজেলা সদরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এর আয়োজন করে। উপজেলার ৪টি দল এতে অংশ নেয়।শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।
শনিবার বিকলে টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।ফাইনাল খেলায় প্রথমে বাট করতে নেমে রেভুলেশন স্পোর্টস ক্লাব নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। জবাবে শেখ রাসেল ক্রিকেট একাডেমী এক বল হাতে রেখে মাত্র ৩ উইকেট খুইয়ে প্রয়োজনীয় ১শ ১২ রান তুলতে সক্ষম হয়। জয়ী দলের মাহি ৭৮ রান করে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
ইউএনও মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.