প্রতিনিধি ৫ জুলাই ২০২২ , ৫:৪৩:০১ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মহাদেবপুরে ৫ জুলাই মঙ্গলবার একটি বেসরকারী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মধ্যে ভেড়া বিতরন করা হয়েছে। এদিন বেলা ১১ টায় স্থানীয় উদয়ন সমিতির (উস) উদ্যোগে ও এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে বিনা মূল্যে ওইসব ভেড়া এবং সুখনো খাদ্য সামগ্রী বিতরন উপলক্ষে উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈদ্রিস আলীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক,উদয়ন সমিতির নির্বাহী পরিচালক মোঃ ফজলুল হক মোল্লা,সমাজ সেবক আব্দুল খালেক, উদয়ন কিন্ডার গার্টেন বিদ্যালয়ের সভাপতি মোঃ মখলেছার রহমান(বকুল), সমিতির ম্যানেজার মোঃ দুরুল হুদা,ইউপি সদস্য আক্কাছ আলী, উপকারভোগী ববিতা পাহান, মালতি পাহান প্রমুখ। এর আগে উপজেলার ২৩ জন অসহায় ও দুস্থ নারীকে বিনা মুল্যে ৪৬ টি ভেড়া এবং সুখনো খাদ্য বিতরন করা হয়।