প্রতিনিধি ২১ মে ২০২১ , ১:১৭:৫৮ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মহাদেবপুরে সঞ্জয় কুমার নামের এক ব্যক্তির পৈতৃক সূত্রে পাওয়া জমি জোর পূর্বক অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক আদিবাসী সম্প্রদায় বিরুদ্ধে। সেই সাথে তাকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকিও দিয়ে আসছেন তারা। এ বিষয়ে বুধবার সকালে ভুক্তভোগী ওই ব্যক্তি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান।
পৈতৃক সূত্রে পাওয়া জমিতে পুরনো বেশ কয়েকটি আমগাছ কাটার সময় বাঁধা প্রদান করেন মহাদেবপুর সদর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা(অভিযোগের প্রেক্ষিতে)। উক্ত জমিটি সরকারি খাস জমি বলে দাবী জানিয়ে অভিযোগ করেন স্থানীয় অাদিবাসী সম্প্রদায়। পরে উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর ভুক্তভোগী ওই ব্যক্তি বিষয়টির নিষ্পত্তি করার লক্ষে একটি আবেদন পত্র প্রেরণ করেন।
উপজেলা প্রসাশনের উপস্থিতিতে উক্ত আমগাছ কাটার নিষেধাজ্ঞা বাতিল করা এবং এ বিষয়ে প্রসাশন কতৃক অনাপত্তিপত্র প্রদান করা হয়। পরবর্তীতে উক্ত আমগাছ কাটা ও ওই জমি ভোগ দখলকালে পুনরায় বাঁধা প্রদান করেন নয়ন কর্মকার পিতা যুগল কর্মকার, খগেন কর্মকার পিতা যোগেন কর্মকার,প্রদীপ কর্মকার, পিতা মৃত নীল কমল কর্মকার,ভূগোল কর্মকার পিতা মৃত বিণা কর্মকার সহ আরও বেশ কয়েকজন। সেই সাথে ভুক্তভোগী ওই ব্যক্তীকে প্রাণ নাশের হুমকিও দিয়ে আসছেন বলে জানান তিনি।