• রাজশাহী বিভাগ

    মহাকবি কায়কোবাদ সাহিত্য পদক -২০২২ পেলেন কবি সাফিউল ইসলাম।

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২২ , ১২:০৫:৩২ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন স্টাফ-রিপোর্টারঃ

    নওগাঁর পত্নীতলায় মহাকবি কায়কোবাদ সাহিত্য পদক প্রদান ও সাফিউল ইসলামের যৌথ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম সহ বিভিন্ন গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

    লেখকের দুটি যৌথ কাব্য গ্রন্থ সাদা মেঘে উড়াই মৌনতা ও সময়ের সুর -২ কোথাও কেউ নেই শীর্ষক বইয়ের মোরক উন্মোচন করা হয় এবং পদক ও সম্মাননা লেখকের হাতে তুলে দেন। তার একক কাব্য গ্রন্থ “উন্নয়ন মাতা শেখ হাসিনা”
    যৌথ কাব্য গ্রন্থ “স্বপ্নের স্বাধীনতা” ও “প্রতিভার উন্মেষ।”

    কাব্য সাহিত্যে বিশেষ অবদান রাখায় মাসিক চিরকুটে সাহিত্য ও সংস্কৃতি পরিষদ থেকে এ সম্মাননা দেওয়া হয় লেখককে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ