• রাজশাহী বিভাগ

    মসজিদের ওজুখানা নির্মাণ করে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২২ , ৪:০৬:৪৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহআলম-ক্রাইম রিপোর্টার:

    নওগাঁর পত্নীতলা উপজেলার আদর্শগ্রাম জমে মসজিদের ওজুখানা নির্মাণ করে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস।
    আজ রবিবার বিকেল ৪ টায় আদর্শগ্রাম জামে মসজিদে আসরের নামাজের পর উদ্বোধন করা হয়। ভয়েস এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মামুনুর রেজা স্বাধীন বলেন ২০১৫ সাল থেকে আমরা সেবামূলক কাজ করার জন্য যাত্রা শুরু করি। আমরা অসহায় – দরিদ্র ও এতিমদের গরু, ছাগল, ভ্যান, দোকান, শীতবস্ত্র, খাবার যেসব এলাকায় নিরাপদ পানি পান করার নলকূপ নেই সেসব এলাকায় নলকূপ ইত্যাদি দিয়ে সহযোগিতা করে থাকি। আমরা শুধু পত্নীতলা তে না পুরো নওগাঁ জেলাতে কাজ করে যাচ্ছি।

    উক্ত মসজিদের ইমাম আব্দুস সামাদ বলেন ওজুখানা পেয়ে আমরা অনেক খুশি, আগে আমাদের মসজিদে ওজুখানা ছিলোনা মুসল্লিদের অনেক কষ্ট হতো, বাসা থেকে ওজু করে এসে নামাজ পড়া লাগতো। মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহমান বলেন এরকম একটা সেবামূলক কাজ করার জন্য ধন্যবাদ জানাই ভয়েস এর সকল সদস্যদের। তাদের জন্য দোয়া করি তারা যেন এরকম সেবামূলক প্রতিনিয়ত করতে পারে।
    উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস এর সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ ও সদস্য নাহিদ হাসান , তানভির আহমেদ সহ গ্রামের মুসল্লিবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ