প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ৫:৩০:১৯ প্রিন্ট সংস্করণ
গোলাম কিবরিয়া পলাশ-ময়মনসিংহঃ
আজ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আজ (১৬ নভেম্বর-২০২০) রোজঃ সোমবার দুপুর সাড়ে ১২ টায় গ্রীন পার্ক রেস্টুরেন্টে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সংঘঠনের সভাপতি রেজাউল করিম বাদল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যাপিকা ফারজানা শারমিন বিউটি।
তিনি সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর অগ্রগতি ও উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া প্রেসক্লাব এর সভাপতি ও সাপ্তাহিক বার্তা সমারোহ পত্রিকার সম্পাদক গোলাম ফারুক আকন্দ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ইমরান। এছাড়াও বিভাগের প্রত্যেক জেলা ও উপজেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন মোঃ জয়নাল আবদীন।