ইসলাম আকাশ-ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার যানযট নিরসনে পরিবহন নেতা দের সাথে মতবিনিময় সভায় পুলিশ কর্তৃক নির্দেশনা ময়মনসিংহ শহরে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট সহনীয় পর্যায়ে আনতে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
কয়েকটি নিতী মালা নির্ধারণ করেন তাহলো
১. পণ্যবাহী পরিবহন ২ টনের ঊর্ধ্বে ময়মনসিংহ শহর এলাকায় রাত ০৯.০০ টা হতে সকাল ০৮.০০ টা পর্যন্ত চলাচল করতে পারবে। এই সময়ের বাইরে কোনভাবেই পণ্যবাহী পরিবহন চলাচল করতে পারবে না।
২. সকল ফুটপাত দখলমুক্ত করে, অবৈধ হকার/সবজি ওয়ালা/ফল ওয়ালা/এবং অন্যান্যদের পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
৩. সিএনজি/অটোরিক্সাতে রাস্তার উপর দাঁড়িয়ে যাত্রী উঠানো/নামানো করা যাবে না। চরপাড়ায় ক্লিনিকগুলোর সামনে এ্যাম্বুলেন্স একলাইনে রাখতে হবে। মূল রাস্তায় কোন মোটরসাইকেল পার্কিং করা যাবে না।
৪. রোগীবাহী সিএনজি ব্যতিত অন্য কোন সিএনজি শহরের ভিতর চলাচল করবে না।
৫. ব্যাটারি চলিত অটো নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কার্যক্রম চলমান আছে। কার্যক্রম শেষে বাস্তবায়নে জেলা পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করবে।
৬. সকল অটো স্টপেজে অটো একলাইনে রাখতে হবে। একটি স্টপেজে সর্বোচ্চ ১৫/২০ টি অটো দাড়াতে পারবে।
৭. অটো ও সিএনজি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক নিয়োগ করবে। স্বেচ্ছাসেবকদের কটি থাকবে।
৮. ইউনিয়ন পর্যায়ের অটোগুলো কোনভাবেই সিটি কর্পোরেশন এলাকায় ঢুকতে পারবে না।
৯. হাইওয়েতে রোড ডিভাইডার কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০. পাটগুদাম সিএনজি স্ট্যান্ডের পাশে অবৈধ হোটেল/দোকানগুলো রোডস্ এন্ড হাইওয়েজ এর সহায়তায় উচ্ছেদ করা হবে। উচ্ছেদকৃত জায়গায় প্রাথমিকভাবে সিএনজি স্ট্যান্ড করা হবে।
১১. রোডস্ এন্ড হাইওয়েজ এর সহায়তায় পাটগুদামে সিএনজি স্ট্যান্ডের স্থানে বাস বেকিং করা হবে।
১২. রোডস্ এন্ড হাইওয়েজ এর সহায়তায় পাটগুদাম মোড়ে ঢাকার দিকে যেতে রোড ডিভাইডার দিয়ে ঢাকামুখী রোডে আলাদা লেন তৈরী করা হবে। সকল ডিভাইডারের শুরু ও শেষে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।
১৩. পাটগুদাম থেকে শহরে আসতে কালিবাড়ী রোডের মাথায় অটো দাঁড়াতে পারবে না।
১৪. পাটগুদাম মোড়ে কোন বাস ০২ মিনেটের বেশি দাড়িয়ে যাত্রী উঠানামা করতে পারবে না।
১৫. ফিটনেস ও রুট পারমিট বিহীন কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
১৬. পাটগুদাম লোকাল বাস টার্মিনাল থেকে বাসগুলো গেইটলক অবস্থায় বের হবে। টার্মিনালের বাইরে রাস্তায় কোন যাত্রী উঠানামা করা যাবেনা বলে জানিয়েছেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.