মোহাঃ নূরন্নবী তন্ময়, স্টাফ রিপোর্টার:
হিফজুল কুরআনভিত্তিক দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২১-এ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিনে অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম স্বাগত বক্তব্য বলেন, ছোট ছোট শিশুদের মুখে কুরআনের তেলাওয়াত শুনলে মনটা অনেক ভালো হয়ে যায়। দীর্ঘ ১৩ বছর ধরে আমার এ অনুষ্ঠানে আসার সুযোগ হয়েছে। এ জন্য আমি গর্বিত ও আনন্দিত। আর নিজেও মন ভালো না লাগলে, আমি মাদ্রাসায় চলে যায়। অনুষ্ঠানটি প্রযোজক হিসেবে ছিলেন- সাইফুল্লাহ সাইফ।
পিএইচপি কুরআনের আলো-২০২১এ প্রথম হয়েছেন হবিগঞ্জের হাফেজ বশির আহমেদ, দ্বিতীয় হয়েছেন নেত্রকোনার হাফেজ লাবীব আল হাসান।
অনুষ্ঠানে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় চার লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার তিন লাখ টাকা, তৃতীয় পুরস্কার দুই লাখ টাকা ও চতুর্থ পুরস্কার দেওয়া হয় এক লাখ টাকা। এ ছাড়া প্রথম তিনজন প্রতিযোগীর ওস্তাদরা পান পিএইচপি মোটরবাইক।সোমবার(১০ই মে) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে এনটিভির স্টুডিওতে গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদ উদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এনটিভির হেড অব ফাইন্যান্স মো. গোলাম রওশন ইয়াজদানী।সেভয় আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ, ইনফিনিটির চেয়ারম্যান জুনাইদ আহমেদ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপদেষ্টামণ্ডলীর সদস্য এনায়েত উল্ল্যাহ, শায়খ আবদুল হক, কারি জহিরুল ইসলাম, মুফতি মিজানুর রহমান, হাফেজ মাওলানা আবু ইউসুফ প্রমুখ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.