প্রতিনিধি ১ জানুয়ারি ২০২২ , ১০:২৯:৩৯ প্রিন্ট সংস্করণ
“মন”
কলমে: কানিজ তানজিমা ববি
যে মন ছুঁয়েছো তুমি
সে মন পারেনি ছুঁতে অন্য কেউ
ভালোবাসার স্পর্শ এমন হয়
জানা ছিলোনা আগে।
না ছুঁয়েও যে ছোঁয়া
হয়তো এরই নাম ভালোবাসা।
পারিনি সরাতে তোমায়
মনের ব্যাকুলতায়!
জানিনা কি রেখেছো মনে তুমি
কিন্তু আমি,তোমাতেই শেষ হচ্ছি বারংবার!
কিছু তো ছিলো একটা তোমার ঐ আকুলতায়
তোমার দৃষ্টি তে তাই তো হারিয়েছি বারবার।
জানো তো, খুব ইচ্ছে করে তোমার সাথে
বসে থাকি নদীর ঐ দূর কিনারায়।
যেখানে শুধুই পাখিদের আনাগোনা
আর নদীর জলের কলতানিতে
তুমি আর আমি চেয়ে আছি দুজন দুজনায়!!!