• সাহিত্যে

    ‘মনপাহাড়ে ভার’ কবি-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ১৮ জুন ২০২২ , ৬:৩৯:৪৪ প্রিন্ট সংস্করণ

    মনপাহাড়ে ভার
    কবি-শিহাব আহম্মেদ

    মাঝে মাঝে কোনো এক নির্লজ্জ শহরে..
    হটাৎ হারিয়ে যেতে ইচ্ছে করে আমার,
    চারদিকে অস্থিরতা এক বিভৎস হাহাকার
    নিত্য জিনিস পত্রের দাম বাড়ছে অবিরাম।

    আহারে দেখার যেনো নেই কেউ আর..
    পক্ষে বিপক্ষে গালাগাল আর যুক্তিতর্ক,
    হরতাল হরতাল করে কিহবে যে সবার
    রক্তে রক্তে রাস্তা লাল ধ্বংশ জনতার।

    রাজনৈতিক ছোবল এক মায়াবী জাল..
    জনম জনম ধরে জনগণের কষ্ট কাল,
    আসলে অন্তরে দরকার মানুষের টান
    তবেই দূর হবে দেশের এক করুন হাল।

    আজ যেখানে যেভাবে পন্যের দাম বাড়ছে
    তারা দানবের রক্তলোলুপ জারজ সন্তান,
    ঝাঁপিয়ে পড়ে একই মঞ্চে আম জনতা…
    পালাবে সবাই নেংটি ইঁদুর সব দেবে দৌড়।

    আসুন ভাই কণ্ঠ তুলুন অন্যায়ের বিরুদ্ধে,
    ভেদাভেদ ভুলে শত্রুর মুখোমুখি সম্মুখে…
    জিনিসপত্রের দাম বাড়াচ্ছে ধর ওদেরকে,
    ঘরে ঘরে ডাল ভাতের নিশ্চিত হোক সবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ