মোঃ মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের মধুমতি নদীর কালনা পয়েন্টে নির্মিত মধুমতি সেতুর উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাই দেশের প্রথম ছয় লেনের সেতু। কালনা সেতুর উদ্বোধনের সাথে সাথে উন্মোচিত হলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসির ভাগ্যের দ্বার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে সোমবার (১০ অক্টোবর) বেলা ১টার দিকে এ সেতুর উদ্বোধন ঘোষনা করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের’র সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর সঞ্চালনায় এ সেতু নির্মান প্রকল্প বিষয়ে উপস্থাপন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ’র সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।
এ সময় মধুমতি সেতু’র পশ্চিম প্রান্তে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি,নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার সাদিরা খাতুন,মধুমতি সেতু নির্মান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নড়াইলের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান,নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ হাসানুজ্জামান,নড়াইল জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু,অনুষ্ঠান স্থল সাজানো হয় বর্ণিল সাজে। এ সেতুর উদ্বোধনের দিন ঘোষনার পর হতে নড়াইল সহ পার্শ্ববর্তী জেলা গুলোতে বইছে আনন্দের বন্যা। সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষনা শুনে আনন্দে আত্যহারা হয়ে পড়েন অনুষ্ঠান স্থলে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার নানা বয়সী নারী পুরুষ।ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.