• Uncategorized

    মতলব উত্তর ৫৭নং সঃ প্রাঃ বিদ্যালয়ের মাইনর মেরামত ও সংস্কার কাজ সম্পাদনের লক্ষে সভা  

      প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ১০:৩২:৩৭ প্রিন্ট সংস্করণ

    মো.তুহিন ফয়েজ :

    মতলব উত্তর উপজেলার  ৫৭নং মুহাম্মদপুর  সঃ প্রাঃ বিদ্যালয়ের ২০২০/২১ এর অর্থ বছরের  মাইনর মেরামত ও সংস্কার  কাজ সম্পাদন করার লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে ৷    ২১ নভেম্বর শনিবার সকাল ১০টায়, ৫৭নং সঃ প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় বত্তব্য রাখেন- বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীগ  নেতা আহসান উল্লাহ হাসান, ৫৭নং মুহাম্মদপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদ  শামছুন নাহার, সহকারী শিক্ষিকা রাইহান, মানসুরা আক্তার, বাকিবিল্লা ও আবু সালে, মোহনপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুহিনূর আক্তার,  অবিভাবক সদস্য ইয়ার আহম্মেদ গাজী, মোহনপুর  উইনিয়ন যুবলীগের সহসভাপতি হুমায়ুন কবির প্রমুখ ৷ সভায় ৫৭নং মুহাম্মদপুর  সঃ প্রাঃ বিদ্যালয়ের ২০২০/২১ এর অর্থ বছরের  মাইনর মেরামত ও সংস্কার  কাজ সম্পাদন করার লক্ষে এবং বিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ