প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২০ , ৯:২৩:৩৪ প্রিন্ট সংস্করণ
মো .তুহিন ফয়েজ:
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে ১০ টাকা কেজির চাউল পেয়ে মহা খুশি হয়েছে হতদরিদ্র মানুষ ৷ ১ ডিসেম্বর মঙ্গলবার সকালে মোহনপুর ইউনিয়নের ৫১৩ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা হারে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয় ৷
সুফলভোগিরা জানান- জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের কন্যা সফলরাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার সরকার অঙ্গিকার ভঙ্গ করেনা ৷ আলী’গ সরকার তাহার নির্বাচনী ইশতেহার অনুযায়ী হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাউল ক্রয় করার সুযোগ করে দিয়েছেন ৷ আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনাকে ধন্যবাদ জানাই ৷
এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মোহাম্মদ মাহফুজ মিয়া,মোহনপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জসিম উদ্দিন, ডিলার মোঃ বোরহান উদ্দিন,মোহনপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা শিরীন আক্তার, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷