প্রতিনিধি ৩১ জুলাই ২০২০ , ১২:০১:১৪ প্রিন্ট সংস্করণ
মো.তুহিন ফয়েজ:
মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৬শ’ পরিবার, করোনায় ভাইরাসের কারনে কর্মহীন ২শ’ পরিবার, শিশু খাদ্য ৬০ পরিবার, শুকনো খাবার দুধ চিনি ৩০প্যাকেট ও নগদ টাকায় ত্রাণকার্য ৬০ পরিবার মোট ৯শ’ ৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
২৬ জুলাই রোববার সকালে মোহনপুর ইউনিয়ন পরিষদ সামনে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মাহফুজ মিয়া।
প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী,শিশু খাদ্য ও ভিজি এফ এর চাল বিতরণ কালে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,
প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা সংক্রমণ ঠেকাতে এখন সব মানুষ ঘরে অবস্থান করছে। ঘরে অবস্থান করতে গিয়ে খেটে খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পক্ষ থেকে গরীব কর্মহীন ৬শত ভিজি এফ এর চাউল বিতরণ করা হচ্ছে ।
তারা আরো বলেন, ঘাতক ভাইরাস করোনা থেকে নিজেকে, নিজের পরিবার তথা দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে সচেতনতা অবলম্বন করে ঘরে থাকতে হবে। আর কয়েক দিন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পারলে আমরা করোনা থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ।
আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলুন। নিজেরা ঘরে থাকুন, অন্যকে সুস্থ রাখুন। জনসমাগম করবেন না। সরকারি সিদ্ধান্ত ছাড়া দোকানপাট খুলবেন না। খুব জরুরি প্রয়োজন ছাড়া যানবাহনে চলাফেরা করবেন না। দলমত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সকলের কাছে ত্রাণসমগ্রী পৌঁছে দিচ্ছেন ।আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার জন্য দোয়া করবেন এবং সবাই সামাজিক দুরুত্ব মেনে চলবেন ৷
এ সময় উপস্থিত ছিলেন- মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, ইউপি সচিব মো. জসিম উদ্দিন মজুমদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ইউপি সদস্য মো. নুরুল হক, হুমায়ুন আহমেদ, হোসেন প্রমানীক, হুমায়ুন, মোর্শেদ সরকার,মোঃ গোলাম হোসেন, শাহাদাত হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷