প্রতিনিধি ১১ মে ২০২১ , ৩:০৩:০১ প্রিন্ট সংস্করণ
মো .তুহিন ফয়েজ:
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে৷১১ মে মঙ্গলবার সকালে মোহনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১হাজার ২৩ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ করা হয় ৷চাউল বিতরণ কালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সরকার জেলেদের নানন সুবিধা দিচ্ছে সুতরাং ঝাটকা রক্ষায় সকলের সহযোগীতা করতে হবে৷
তারা আরও বলেন,ঝাটকা রক্ষায় সবার সচতেন থাকতে হবে । তাহলেই রক্ষা পাবে পৃথিবী বিখ্যাত চাঁদপুরের ইলিশ এবং বাড়বে রফতানি আয়। আসুন, মৎস্যসম্পদ রক্ষার জন্য প্রশাসনের পাশাপাশি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ঝাটকা রক্ষায় কাজ করি।করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বস্তরের জনগণকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে চলার আহব্বান জানান বক্তারা ৷
এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ও মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়ালি উল্লা,মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপদার,মোহনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল হক, সচিব মো. জসিম উদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ হোসেন,মোরশেদ আলম,গোলাম হোসেন,হোসেন আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷