• Uncategorized

    মতলব উত্তর মোহনপুরে  দিপু চৌধুরীর গুলি বর্ষনের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও  প্রচিবাদ সভা 

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২১ , ১২:৪৯:৪১ প্রিন্ট সংস্করণ

    মতলব উত্তর মোহনপুরে  দিপু চৌধুরীর গুলি বর্ষনের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও  প্রচিবাদ সভা 

    মতলব উত্তর উপজেলার  মোহনপুরে  সাবেক মন্ত্রীপুত্র সাজেদুল হোসেন   চৌধুরী ( দিপু ) কর্তৃক গুলি বর্ষনের প্রতিবাদে মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ  ও অঙ্গ সংগঠনের  উদ্যােগে  এক বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সভা   অনুষ্ঠিত  হয়েছে ৷

    ১২ ফেব্রুয়ারী শুক্রবার  রাতে  সাবেক মন্ত্রীপুত্র সাজেদুল হোসেন চৌধুরী ( দিপু ) মোহনপুরে ৬ রাউন গুলি বর্ষন করেন ৷ তার প্রতিবাদে ১৫ ফেব্রুয়ারী  সোমবার  বিকেলে  মোহনপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে থেকে  এই  বিক্ষোভ  মিছিল বের হয়ে   মোহনপুরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পুনরায় যুবলীগ কার্যালয়ে এসে শেষ হয়  ৷

    বিক্ষোভ  শেষে  মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদারের সঞ্চালনায় বিক্ষুপ সমাবেসে বত্তব্য রাখেৱ, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সদস্য রাধেশ্যাম সাহা বাবু চান্দু,  মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান ,আওয়ামীলীগ নেতা কাজী গোলম হোসেন,মোহনপুর ইউপি কমিউনিটি পুলিশিং এর সভাপতি কাজী মাহবুবুর রহমান,মোহনপুর ইউনিয়ন মহিলালীগের সভাপতি মানছুরা হাওলাদার, সাধারণ  সম্পাদিকা লাভলী বেগম,মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপদার, সহ- সভাপতি হুমায়নু কবির,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন প্রমুখ ৷

    সমাবেসে বত্তারা সাবেক মন্ত্রীপুত্র সাজেদুল হোসেন চৌধুরী দীপুর গুলি বর্ষনের প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে দৃস্টান্তমুলক শাস্তিদাবী করেন ৷ বত্তারা আরও বলেন,আওয়ামীলীগ সরকারের উন্নয়নকে বাদাগ্রস্ত করতেই তারা নানাভাবে সরযন্ত্র করছে  ষড়যন্ত্রকারী যারাই হোক কোন ছাড় দেওয়া হবেনা ৷

    এ সময় মোহনপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এবাদুল হক মৃধা, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহ- সভাপতি মোঃ লিটন সরদার , আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন,খালেদ,আব্দুস সামাদ,দুলাল মিয়া, যুবলীগ নেতা ইসমাইল হোসেন মিয়াজি,গাজী শামিম,মারুফ মৃধা,উজ্জল, সহ  মোহনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগ,যূবলীগ,মহিলালীগ  ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক  নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ