• Uncategorized

    মতলব উত্তর থানায় গ্রাম পুলিশের সাপ্তাহিক সমাবেশ অনুষ্ঠিত

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২১ , ১:৪৭:০০ প্রিন্ট সংস্করণ

    মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান কামাল বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের ভূমিকাও প্রশসংনীয়। তৃনমূল পর্যায়ে তথা ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশও বিশেষ ভূমিকা রাখছে। সোমবার (০১ ফেব্রুয়ারী) সকালে মতলব উত্তর থানায় অনুষ্ঠিত গ্রাম পুলিশের সাপ্তাহিক সমাবেশের মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

    তিনি আরো বলেন, গ্রাম পুলিশ বাহিনী পুলিশ প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে গ্রাম পুলিশকে আরো সক্রিয় হতে হবে। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এলাকায় সন্দেহভাজন কোন নতুন লোক দেখলে তাদের খোঁজ খবর নিতে হবে এবং থানা পুলিশকে অবহিত করতে হবে। প্রতিটি ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

    গ্রাম পুলিশের জন্মের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের একজন হয়ে কাজ করতে হবে। যেকোন অপরাধ থেকে জনগণকে বিরত রাখতে ভূমিকা রাখতে হবে। গ্রাম পুলিশের সমাবেশে থানার সেকেন্ড অফিসার এসআই মহিউদ্দিন, এসআই ইব্রাহিমসহ অন্যান্য পুলিশ অফিসারগন উপস্থিত ছিলেন ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ