প্রতিনিধি ১৮ মার্চ ২০২১ , ৬:০৬:০৩ প্রিন্ট সংস্করণ
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের জায়গা দখলের চেষ্টা করছেন পশ্চিম ইসলামাবাদ গ্রামের জনৈক রুহুল আমিন সরকারের ছেলে মোঃ মাইনউদ্দিন সরকার। তিনি বিগত দিন যাবৎ মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের জায়গা দখল করার পায়তারা করিয়া আসিতেছে।
সরজমিনে জানা জায় মাইনউদ্দিন সরকার গত ১৫ মার্চ তার সহযোগীদের নিয়ে সুজাতপুর বাজারে অবস্থিত প্রেসক্লাবের জায়গা দখল করার জন্য পরিমাপ করে যায়। ১৬ মার্চ তিনি প্রেসক্লাবের জায়গার একটি গাছ কেটে ফেলে এবং ঘর করার জন্য প্রেসক্লাবের ভবনের পিছনের জায়গায় খুটি পুতে রাখে।
আমরা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ এ ঘটনা জানতে পেরে মতলব উত্তর থানায় মাইনউদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। এ ব্যপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের জায়গা দখলের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।