প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২১ , ৩:০২:১৭ প্রিন্ট সংস্করণ
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের মাঝে গেঞ্জি ও ক্যাপ উপহার দিয়েছেন ঢাকা জজকোর্টের আইনজীবি ও মতলব উত্তর উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি অ্যাড. শামীমুল ইসলাম শামীম। শনিবার সকালে তিনি নিজে ঢাকা থেকে প্রেসক্লাবের লোগোযুক্ত গেঞ্জি ও ক্যাপ সাংবাদিকদের হাতে তুলে দেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে শুভেচ্ছা বিনিময় সভায় অ্যাড. শামীমুল ইসলাম শামীম বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। জাতির ভাল মন্দ জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদের। তাই আমাদেরও দায়িত্ব আছে সাংবাদিকদের পাশে দাড়ানো। সেই অনুপ্রেরণা থেকে আমার এই সামান্য প্রয়াস। তিনি সুখে দুঃখে সাংবাদিকদের পাশে থাকার আশা প্রকাশ করেন।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফরিদ উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তুহিন ফয়েজ, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন, অর্থ সম্পাদক বাবুল মুফতী, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সিপাহী আল-আমিন, কার্যকরি সদস্য আতিকুর রহমান দুলাল, ইস্রাফিল খান বাবু, এম. পারভেজ পাটোয়ারী, আলমাছ মিয়া, সাইফুল ইসলাম, উপদেষ্টা সদস্য দেওয়ান সালাউদ্দিন, ঢালী কামরুজ্জামান হারুন প্রমুখ।