• Uncategorized

    মতলব উত্তর উপজেলায় নিয়োগকৃত মহিলা কর্মীদের মাঝে চেক বিতরণ

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২০ , ৯:১৮:০৮ প্রিন্ট সংস্করণ

    মো.তুহিন ফয়েজ:

    মতলব উত্তর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় এলসিএস ও আরইআরএমপি-৩ শীর্ষক প্রকল্পে নিয়োগকৃত ১৪ টি ইউনিয়নে ১৬৭ জন মহিলা কর্মীদের মাঝে ১ লক্ষ ৫৬ হাজার ৪শত টাকার চেক বিতরণ করেন।

    বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও চেক বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

    উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস,  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

    উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ