প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৩:৫৮:৫৯ প্রিন্ট সংস্করণ
মো.তুহিন ফয়েজঃ
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মহিলা লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷২১ নভেম্বর শনিবার বিকালে ৫৭ নং মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ৷
মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য গাজী হাবিবুর রহমানের পরিচালনায় ও মোহনপুর ইউনিয়ন মহিলা লীগের সভনেত্রী মানছুরা হাওলাদারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, চাদঁপুর ২- আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহলকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনাকে ধন্যবাদ জানিয়ে
তিনি বলেন- চার বারের নির্বাচিত সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের অধিকার সুনিশ্চিত করে তাদের সুযোগ- সুবিধা সৃষ্টি করে সম্মানের আসনে বসিয়েছেন তাই প্রত্যাক মহিলাদেরকে আওয়ামীলীগ করা দরকার ৷ আওয়ামীলীগ সরকার মহিলাদেরকে কর্মসংস্থান সহ যে বিভিন্ন সুযোগ- সুবিধা দিয়েছে তা পুর্বের কোন সরকার পারে নাই তাই আমি সকল মা- বোনদের অনুরোধ করব আসুন আমরা সকলে আওয়ামীলীগ করে জননেত্রী শেখহাসিনার হাতকে আরো শক্তিশালি করে দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করি ৷
তিনি আরোও বলেন- অনেক উন্নত দেশে যা পারেনা বাংলাদেশের মেয়েরা সেটাও পারে সেটাও আমরা প্রমাণ করে দিয়েছি এটাই চাই আমরা আপনারা আমাদের বোনেরা একটি আত্মবিশ্বাস নিয়ে আত্মমর্যাদা নিয়ে চলবেন তার পরেও পরিবারের প্রতি যে দায়িত্ব সেটাও যথাযথভাবে পালন করবেন এই কথাটাও যেন আমরা ভুলে না যাই কারণ কথাইতো আছে সংসার সুখের হয় রমনীর গুনে ৷
সম্মেলনে আরোও বত্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও ৫৭ নং মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহসান উল্লাহ হাসান,মহিলালীগ নেত্রী কাজী রাজিয়া বেগম,মোহনপুর ইউনিয়ন যুবলীগের সহ- সভাপতি হুমায়ুন কবির, যুবলীগ নেতা দুলাল দেওয়ান,হুমায়ুন চোকদার,শামীম গাজী, নুরে আলম সরকার প্রমুখ ৷কর্মি সম্মেলনে মোহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলালীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷