• Uncategorized

    মতলব উত্তরে ৩ মাদক কারবারি’সহ আটক ৪

      প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২১ , ১২:১৩:১৯ প্রিন্ট সংস্করণ

    মতলব উত্তর উপজেলার সটাকি এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা’সহ মো. সোহরাব, জুনাব আলী ও বোরহান সওদাগর নামে তিন মাদক কারবারিকে অভিযান চালিয়ে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এছাড়া মঙ্গলবার সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের শাঁখারি পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত কামরুল ইসলাম দেওয়ানকে আটক করা হয়।

    আটককৃত মো. সোহরাব উপজেলার সুগন্ধি গ্রামের আবদুর রশিদ প্রকাশ ,বাচ্চু রাড়ীর ছেলে, জুনাব আলী সটাকি গ্রামের সুলতান সওদাগরের ছেলে ও বোরহান সওদাগর সটাকি গ্রামে মৃত. মো. রৌশন সওদাগরের ছেলে। কামরুল ইসলাম দেওয়ান শাখারিপাড়া গ্রামের মৃত. আবুল কালাম আজাদের ছেলে।মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান।

    মাদক বিরোধী অভিযানে মাদক’সহ ৩ ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত একজন’সহ ৪জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
    ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। মাদকসেবী ও কারবারীর স্থান মতলব উত্তরের মাটিতে হবে। মাদক তাদের স্থান কারকারে। মাদক মুক্ত করার জন্য সবাইকে নিয়ে কাজ করছি।আটককৃত ৩ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ