প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২১ , ৫:০৯:২২ প্রিন্ট সংস্করণ
মতলব উত্তরে মোবাইল কোর্ট পরিচালনায় ১২ হাজার টাকা জরিমানা
মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্হানে মোবাইল কোর্ট পরিচালনা করে বার হাজার দুইশত টাকা জরিমানা সহ ১২০ ফুট ড্রেজারের প্লাষ্টিক পাইপ ভাংচুর এবং ৩ টি লোহার পাইপ জব্দ করা হয়। সোমবার ১৮ জানুয়ারী মতলব উত্তর উপজেলার মান্দার তলী, গালিমখা, শিবপুর, চরপাথালীয়া ও সাহেব বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্নেহাশীষ দাস। সহযোগিতা করেন এএসপি মতলব সার্কেল আহসান হাবিব, ওসি নাসিরউদ্দিন মৃধা, সিএ আমিনুল ইসলাম ও উপজেলা ডিজিটাল সেন্টারের পরিচালক ও উদ্যেক্তা মোঃ সায়েম খাঁন।