প্রতিনিধি ৯ মে ২০২১ , ১২:১৮:০৪ প্রিন্ট সংস্করণ
মো. তুহিন ফয়েজঃ
মতলব উত্তর উপজেলার আসন্ন ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ আলাউদ্দিন প্রধানের ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।রোববার ৯মে সকালে ছেঙ্গারচর ভোটস্কুল সংলগ্ন তার নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার সহস্রাধিক দুস্থ পরিবারকে এই ঈদ সামগ্রী দেওয়া হয়।
এসময় বক্তব্য রাখেন, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক প্রমুখ। উপস্থিত ছিলেন, মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মোঃ আলাউদ্দিন প্রধান, ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর বোরহান উদ্দিন, যুবলীগ নেতা মাহবুব আলম বাবু, আওয়ামী লীগ নেতা নুর হোসেন, নাজির মিয়া’সহ দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, তিন প্রকার সেমাই, পোলাও চাউল, চিনি, ডাল, তেল, নুডলস, খেজুর ও মসলা। ঈদ সামগ্রী বিতরণের পূর্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।