• Uncategorized

    মতলব উত্তরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার, ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে লাশ দাফন

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২০ , ২:৩৩:১৯ প্রিন্ট সংস্করণ

     

     

    মো.তুহিন ফয়েজ-মতলব উত্তর রিপোর্টার:

    মতলব উত্তরে  অজ্ঞাত মহিলার (২৫/ ৩০) বছরের অর্ধগলিত  লাশ উদ্ধার করেছে মোহনপুর  নৌ-পুলিশ। গত ৫ আগস্ট   মোহনপুর নৌ- পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক মোঃ হোসেন  সরকার ও এস আই মোঃ  মহসিনের   নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে ফাঁড়ীতে  নিয়ে আসে। পুলিশ জানায় মতলব উত্তর উপজেলার  ৮ নং এখলাছপুর  ইউনিয়নের দক্ষিণ বোরচর মোল্লাগো মসজিদ খালের মুখে মেঘনা নদীতে   লাশটি পড়ে থাকতে দেখে লোকজন।

    পরে মোহনপুর নৌ-পুলিশকে  খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।  মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক মোঃ  হোসেন সরকার  লাশ উদ্ধারে  করে বলেন এই অজ্ঞাতনামা মহিলার লাশের পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।  লাশটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর  সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্ত  শেষে  আঞ্জুমানে মহিদুল ইসলামের কাছে লাশটি হস্তান্তর করা হয় এবং লাশ দাফন করা হয় ৷

     

    এ ব্যপারে মতলব উত্তর থানায় একটি মামলা  হয়েছে মামলা নং- ০৪ দ্বারা- ৩০২/ ২০১/ ৩৪ তারিখ ৬/ ৮/  ২০২০ ইং ৷

    মোহনপুর নৌপুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক মোঃ  হোসেন সরকার জানান, মামলাটি তদন্তথাধীন আছে এবং অজ্ঞাত মহিলার লাশের পরিচয় পাওয়ার চেষ্টা চলছে ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ