প্রতিনিধি ৭ মে ২০২২ , ৬:৫৮:১১ প্রিন্ট সংস্করণ
আসিফ খন্দকার:
জয়িতা বিনতে রশীদ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নিকট খুবই পরিচিত একটি নাম।ভয়েস আর্টিস্ট হিসেবে অধিক জনপ্রিয় হলেও সে সমান দক্ষ নাচেও।এছাড়া ফুটবল খেলা এবং মার্শাল আর্টেও পারদর্শীতা আছে জয়িতার। সোশ্যাল মিডিয়ায় নিজেকে সীমাবদ্ধ না রেখে জয়িতা তার প্রতিভা প্রদর্শনের ব্যাপ্তি বাড়িয়েছে অনেকদূর। ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছে সে।মূলধারার মিডিয়ার সাথেও আছে সম্পৃক্ততা। একাধিক স্যাটেলাইট টিভি চ্যানেলে পারফর্ম এবং তার কাজ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সম্প্রতি পেয়েছে এটিএন আয়োজিত আগামীর তারকা পুরস্কার।
পারিবারিক অনুপ্রেরণা বিশেষ করে মা নিলুফার ইয়াসমিনের সহযোগিতায় জয়িতা নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে চলেছে প্রতিনিয়ত।এসবের পাশাপাশি জয়িতার লক্ষ্য একজন কম্পিউটার প্রকৌশলী হওয়ার। সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলছে সে।বর্তমানে সে বি এ এফ শাহীন কলেজে একাদশ শ্রেণীর ছাত্রী। আজ তার জন্মদিনে দৈনিক আলোকিত ৭১ সংবাদের পক্ষ থেকে জয়িতার জন্য রইলো অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।