ভয়াবহ আত্মঘাতি গাড়ি বোমা হামলায় সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ২০ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বন্দর নগরী মোগাদিসুর লুল রেস্তোরাঁর সামনে এই গাড়ি বোমা হামলার এ ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। খবর রয়টার্স ও আফ্রিকা নিউজের।
দেশটির পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে মোগাদিসুর বন্দরের কাছে লুল ইয়ামিনি নামের একটি রেস্টুরেন্টের বাইরে বোমা হামলার ঘটনাটি ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বিবরণে জানান, “আমি তখন রেস্তোরাঁয় ঢুকতে যাচ্ছিলাম। এ সময় একটি গাড়ি বেপরোয়া গতিতে রেস্তোরাঁর দিকে ঢুকে পড়ে। আমি দ্রুত সেখান থেকে সরে যাই। অল্প কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়।”
সোমালিয়ার রাষ্ট্রায়াত্ব ‘রেডিও মোগাদিসু’র প্রতিবেদন অনুযায়ী, পুরো এলাকা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘিরে রেখেছে।
জঙ্গী সংগঠন আল সাবাহাস ঘটনায় দায় স্বীকার করেছে। সোমালিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাব প্রায়ই এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। গত মাসেও দেশটির রাজধানীতে প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা হামলার ঘটনা ঘটেছিল।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.