প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ৮:৫১:২১ প্রিন্ট সংস্করণ
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে মতবিনিময় ও প্রেস ব্রিফিং আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার এই স্লোগানে মুজিব বর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক কবীর মাহমুদ’র সভাপতিত্বে বক্তব্য দেন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ অন্যান্যরা।
পাবনা জেলার ৯টি উপজেলা ১০৮৬টি ঘর, আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী সকাল ৯.৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন গৃহহীন পরিবারেকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন করবেন।